LinkedIn for Everyone | Students to Business Owners

LinkedIn for Everyone | Students to Business Owners

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজকে উপভোগ করুন ৯০% ডিস্কাউন্ট!


"আপনি ৮০% ক্যারিয়ার ও বিগ বাজেট বিজনেস অপরচুনিটি মিস করবেন, যদি কিনা আপনি লিংকডিন এ একটিভ না থাকেন।


লিংকডইন শুধুমাত্র নিজের প্রফেশনাল প্রোফাইল, এচিভমেন্ট আর আপডেট শোকেসিং করার জায়গা নয়, বরং বাংলাদেশের ৮০ লক্ষ লিংকডইন মেম্বারের কাছে নিজের বিজনেস এর তথ্য টার্গেট করে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।


আর এই কারণে গত ১০ বছর ধরে প্রতি বছর, আমি লিংকডইনের পিছনেই বছরে লাখ টাকার মতো ইনভেস্ট করে যাচ্ছি! তবে এর মানে এই না যে আপনাকেও এখন থেকে লাখ টাকা ইনভেস্ট করতে হবে।


লিংকডইনে সেলস ন্যাভিগটর ২ মাসের জন্য আপনি ফ্রি ট্রায়ালে নিতে পারেন, যেটা আমরা পুরনো লিংকডইন ইউজারদের নেওয়ার অপশনই এখন আর নেই! তাই আমাদের প্রতি মাসে ১০ হাজার টাকার কাছাকাছি দিয়ে এই সেলস ন্যাভিগেটর এর এক্সেস নিতে হচ্ছে, যেটা আপনার জন্য নেক্সট ২ মাসের জন্য ফ্রি!


তবে, ২ মাসের ফ্রি ট্রায়াল নিয়ে আপনার লাভ হবে না, যদি না আপনি এই টুল সঠিকভাবে ইউজ করার গাইডলাইন না পান + অটোমেশন করতে না পারেন। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার লিংডইন প্রোফাইলটাই যদি রেডি না থাকে, তাহলে আপনি কোন সুবিধাই করতে পারবেন না।


এই কোর্সে ইন্সট্রাকটর হিসাবে আমি সাব্বির আহমেদ লিংকডইন মার্কেটিং একদম সহজ ভাষায় তুলে ধরেছি। আপনার লিংকইন প্রোফাইল ভালোভাবে সাজানোর টিপস এর পাশাপাশি নিজের বিজনেস এর মার্কেটিং কিভাবে করতে পারেন তার একশন প্ল্যান দেখিয়েছি। এছাড়াও প্রতিষ্ঠানের কোম্পানি পেইজ কিভাবে তৈরি করে অপটিমাইজ করতে হয় এবং অডিয়েন্স টার্গেট করে এড ক্যাম্পেইন চালাতে হয় সে বিষয়গুলোর উপর লেসন ভিডিও আছে।


কোর্সটি শেষ করার পর আপনি আপনার নিজের লিংকডিন প্রোফাইল, কোম্পানি পেইজ, এড যেরকম চালাতে পারবেন, তেমনি ফ্রিল্যান্সিং করে আয়ের মাধ্যমগুলো জানতে পারবেন।


এই কোর্সের বেসিক লেভেল টপিক:


  • AI এর হেল্প নিয়ে লিংকডইন এ সলিড প্রোফাইল তৈরি
  • কোম্পানি পেইজ তৈরি ও অপটিমাইজেশন


এই কোর্সের ইন্টারমিডিয়েট লেভেল টপিক:


  • লিংকডইন কনটেন্ট মেকিং স্ট্র্যাটেজি
  • এড ক্যাম্পেইন তৈরি | টেক্সট এড, স্পনসর্ড কনটেন্ট, ও স্পনসর্ড ইনমেইল
  • এড ক্যাম্পেইন । অডিয়েন্স টার্গেটিং অপশনএড ক্যাম্পেইন । রিটার্গেটিং স্ট্র্যাটেজি


এই কোর্সের এডভান্সড টপিক:

  • সেলস নেভিগেটর সম্পর্কে বিস্তারিত
  • লিংডইনে থার্ড পার্টি অটোমেশন টুল ইউজ করে বিদেশী এমপ্লয়ার, ক্লায়েন্ট এর সাথে কানেকশন, ম্যাসেজ অটোমেশন ও সেলস হ্যাকস


এই মূহুর্তে লিংকডইনে আমার ~২৮ হাজার কানেকশন এর মধ্যে ২৫ হাজার+ ম্যানেজমেন্ট গ্রুপের, অর্থাৎ তাদের সবার হয় বিজনেস আছে, বা নিজ প্রতিষ্ঠানে যেকোনো ‘ডিসিশন’ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। আমাদের মূল বিজনেস যেহেতু B2B, তাই ডিসিশন মেকারদের কাছে যতবেশী আমার প্রতিষ্ঠানের সার্ভিসের কথা পৌছাবে, ততোই আমাদের সেলস বাড়বে।


তবে কিভাবে আমার লিংকডইন এর প্রতি দূর্বলতা ও ভালোবাসা তৌরি হল, সেটা বলি:


  • ২০১৫ সালে মাল্টিন্যাশনাল কর্পোরেট প্রতিষ্ঠান রিভ সিস্টেমসে কর্মরত অবস্থায় লিংকডইন থেকেই আমার ফ্রিল্যান্স কাজের বড় বাজেটের অফার আসে
  • ২০১৬ সালে লিংকডইন ম্যাসেজের মাধ্যমে উবার তাদের নেটওয়ার্কিং সেশনে ফিজ্যিকালি জয়েন করার জন্য ইন্ডিয়া থেকে ইনভাইটেশন পাঠায়
  • ২০১৭ সালে পাঠাও লিংকডইন এর মাধ্যমে আমাকে নক করে জব অফার করে, আমি ৮৫ হাজার টাকার স্যালারিতে জয়েন করে ফেলি
  • ২০১৮ - ২৫ সালের মধ্যে আমার এনিমেশন স্টুডিও EndingScene Ltd. এ কোটি টাকার কাজ ঢুকেছে শুধুমাত্র লিংকডইন এর পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে লিড জেনারেট করে।


লিংডকইনে আমার প্রোফাইল একবার চেক করে এসে, এই কোর্সে এনরোল হয়ে নিজেও হ্যাকস গুলো শিখে ক্যারিয়ার ও বিজনেসকে আপলিফট করুন।




পরিচিতি

কোটি টাকার ডিল ক্লোজের আগে কোটিপতি হবার মতো লিংকডইন প্রোফাইল বানানো জরুরি

লিংকডইনে সলিড কানেকশন বিল্ডিং স্ট্র্যাটেজি

লিংকডইন এর প্রিমিয়াম একাউন্ট | LinkedIn Sales Navigator এর A-Z

লিংকডইন সার্ভিস পেইজ ও কোম্পানি পেইজ নিয়ে আদ্যোপান্ত

লিংডকইন মার্কেটপ্লেসে নিজের সার্ভিস পেইজে যেভাবে সাজাবেন

লিংকডইন প্রোফাইল এর এডভান্স কিছু হ্যাকস

লিংডইন কনটেন্ট স্ট্র্যাটেজি

লিংকডইন কনটেন্ট ক্রিয়েটর অপশন এর আদ্যোপান্ত

লিংকডইন এড এর A-Z

লিংকডিন অটোমেশন থেকে লিড জেনারেশন

এই কোর্স শেষে কি করবেন?

Sabbir Ahmed

Sabbir Ahmed

Managing Director & Creative Lead |

EndingScene Ltd.

Reviews will be not given yet!!

স্পেশাল অফার

৳499

৳5000

এনরোল করুন